Tuesday 2 May 2023

ফেবুহীন রাত্রিদিন

গত  ১লা বৈশাখ ১৪৩০ (১৫ই এপ্রিল ২০২৩) আমি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করেছি।

কথাটা লিখে কেমন একটা মনে হল, জানেন! যেন স্বহস্তে দেহের বা মস্তিষ্কের একটা অঙ্গ বাদ দিয়ে ফেলেছি। আসলে কিন্তু বাদ দিয়েছি একটা বদভ্যাস— ঠিক যেভাবে ২০০৩ সালের ১৯শে আগস্ট ধূমপান ছেড়ে দিয়েছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হল, সেও ছিল বারো বছরের অভ্যাস। ফেসবুক অবশ্য তার থেকেও দীর্ঘস্থায়ী ব্যাপার ছিল। তার চেয়েও ইন্টারেস্টিং প্রশ্ন, বারো+ বছরের পর কি আমার মাথায় একটা "পরিবর্তন চাই" আন্দোলন গড়ে ওঠে? সেই ধারায় কি আমার আরও কিছু অভ্যাস ছাড়ার সম্ভাবনা আছে?

বিবাহিত জীবনকে অনেক বিদ্বজ্জন অভ্যাসের সঙ্গেই তুলনা করে থাকেন। তবে সেটাকে তাঁরা কেউ বদভ্যাস বলেননি— সম্ভবত পেছনে স্ত্রী দাঁড়িয়ে ছিলেন বলেই। সে যাই হোক, আমার ক্ষেত্রে ওই ফাঁড়াটা কেটে দু'দশক পূর্ণ হতে চলল। সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন, স্ত্রী হলেন আক্কেল দাঁতের মতো; উপড়ে না ফেললে যাওয়ার সম্ভাবনা নেই। কাজেই ওটা নিয়ে আর ভাবছি না।

ফেবু ত্যাগের আগে ক'দিন মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। নেটে সার্চ করে দেখলাম, বলা হয়েছে, ফেসবুক ছেড়ে তার বদলে একটা ভালো অভ্যাস রপ্ত করা উচিত। সাজেশন হিসেবে পেলাম,

  1. রান্না শেখা;
  2. ব্যয়াম;
  3. বাগান করা;
  4. পোষ্য পালন;
  5. ভাষা শিক্ষা।

আলস্যজনিত এবং ব্যবহারিক অসুবিধের কারণে প্রথম চারটে সাজেশন বাতিল করতে হল। পড়ে রইল ভাষা শিক্ষা।

কী শেখা যায়?

 ছোটোবেলা থেকে চিনা ভাষার প্রতি আমার একটা ব্যাপক ভয়মিশ্রিত কৌতূহল আছে। বোধহয় টিনটোরেটোর যিশু-তে ফেলুদা'র মধ্যেও চিনা ভাষা নিয়ে একটা সম্ভ্রম দেখেছিলাম বলেই ব্যাপারটা এমন হয়েছিল। কিন্তু চিনা, বা জাপানি, বা উর্দু শেখার ক্ষেত্রে প্রধান অন্তরায় হল তাদের বর্ণমালা। ওগুলো একেবারে প্রথম থেকে শিখতে হবে আমায়— যা মোটেই সহজ নয়।

অতঃপর বেছে নিলাম এমন একটা ভাষা, যার হরফগুলো অ্যাক্সেন্ট-ট্যাক্সেন্ট বাদ দিলে আমার চেনাজানার মধ্যেই পড়ে। রোমান বাদে অন্য বর্ণমালা বাতিল হয়ে গেল এর ফলে।

রোমান বর্ণমালায় লেখা ভাষাদের মধ্যে জার্মানের প্রতি আকৃষ্ট হয়েছিলাম স্বাভাবিকভাবেই। বাঙালি, বিশেষত বাঙালের মনে জার্মান ভাষা ও জাতির প্রতি একটা সশ্রদ্ধ ভালোবাসা আছে নানা কারণে। ফরাসি বা ইতালিয়ান তাদের অ্যাক্সেন্টের জন্য আমার কাছে দুরূহ ঠেকেছে।

এইসব 'গবেষণা' করার সময় ইউ টিউব চলছিল। তাতে গুগলের প্রায় স্কাইনেট-তুল্য বুদ্ধিমত্তা আপন খেয়ালে গান বাছে আর আমায় শোনায়। একমাত্র আমি হাঁ-হাঁ করে উঠে গানটাকে না বদলালে, আর প্লে-লিস্ট থেকে কোনোটাকে দূর না করলে ওভাবেই চলতে থাকে। তাতে সেদিন আপনা থেকেই তাতে একটা মেগাহিট গান চলে এল। তার ফলেই আমার সিদ্ধান্ত নেওয়াটা একেবারে সহজ হয়ে গেল।

গানটা ছিল~

https://youtu.be/PEsRiLp18k0

 জি হাঁ; স্প্যানিশ!

“জয় মা” বলে, ১লা বৈশাখের আগে থেকেই শুরু করে দিলাম, বুঝলেন। এখনও চালাচ্ছি। ইচ্ছে আছে চালিয়ে যাওয়ার। আপাতত ডুওলিংগো জিন্দাবাদ। পরে আরও উঁচুদরের (এবং স্বাভাবিকভাবেই ব্যয়সাপেক্ষ) কোনো অ্যাপ্লিকেশন নিয়ে এগোনো যাবে।

কী শিখলাম এই ক'দিনে?

আপনাদের দেখাই তাহলে। মাইন্ড ইট, ইংরেজি আর স্প্যানিশ উচ্চারণের মধ্যে কিন্তু বিস্তর প্রভেদ আছে। তাই পড়ার সঙ্গে শোনাটা একান্তই প্রয়োজন; নইলে বার্নার্ড শ'র কায়দায় ফিশ-এর বানান ghoti লেখার মতো হয়ে যাবে। উনি ইংরেজির উচ্চারণ নিয়ে খেপে গিয়ে laugh-এর '', women-এর '', nation-এর '' মিশিয়ে ওই বানানটা বানিয়েছিলেন। আচ্ছা, সুকুমার রায় কি বেড়ালের তালব্য শ ব্যাপারটা এই ভেবেই লিখেছিলেন? কী জানি!

যাইহোক, শব্দভাণ্ডার সাজানো যাক তাহলে। প্রথমে থাকছে ইংরেজি। তারপর থাকছে স্প্যানিশ। পাশে থাকছে তার যথাসম্ভব কাছাকাছি উচ্চারণ।

 

1)    I am

Yo soy

জো সয়

2)   You are

Tu eres

তু এরেস

3)   He/She is

El/Ella es

এল/এইল্যা এস

4)   Is here

Esta aqui

এস্তা আকি

5)   Where is

Donde esta

দন্দে এস্তা

6)  (I) Speak, (you) speak, (he/she) speaks

Hablo, hablas, habla

হাবলো, হাবলাস, হাবলা

7)   (I) eat, (you) eat, (he/she) eats

Como, comes, come

কোমো, কোমেস, কোমে

8)   (I) drink, (you) drink, (he/she) drinks

Bebo, bebes, bebe

বেবো, বেবেস, বেবে

9)   Tea

Te

তে

10)    Coffee

Café

ক্যাফে

11)     Milk

Leche

লেচে

12)    Water

Agua

আগুয়া

13)    Juice

Jugo

হুগো

14)    Sugar

Azucar

আজ়ুকার

15)    Honey

Miel

মিয়েল

16)   Glass (of water)

Vaso

ভাসো

17)    (made of) Glass

Vidrio

ভিদ্রিয়ো

18)   Cup

Taza

তাজ়া

19)    Fish

Pescado

পেস্কাদো

20)   Egg

Huevo

হুয়েভো

21)    Meat

Carne

কার্নে

22)   Cheeze

Queso

কুয়েসো

23)   Tomato

Tomate

তোমাতে

24)   Salad

Ensalada

এনসালাদা

25)   Orange

Naranje

নারানয়ে

26)   Burger

Hamburgosa

হাম্বুর্গোসা

27)   Salt

Sal

সল

28)   A Ticket

Un boleto

উন বোলেতো

29)   To

A

30)   For

Para

পারা

31)    Need

Necesito

নেসেসিতো

32)   Want

Quiero

কিয়েরো

33)   The

El (পুংলিঙ্গ ও ক্লীবলিঙ্গের জন্য), La (আ-কারান্ত দিয়ে শেষ হওয়া সব শব্দ— অর্থাৎ স্ত্রীলিঙ্গের জন্য)

এল, লা

34)   One

Uno (পুংলিঙ্গ ও ক্লীবলিঙ্গের জন্য), Una (আ-কারান্ত দিয়ে শেষ হওয়া সব শব্দ— অর্থাৎ স্ত্রীলিঙ্গের জন্য)

উনো, উনা

35)   Two

Dos

দোস

36)  Three

Tres

ত্রেস

37)   Train

Tren

ত্রেন

38)  Bus

Autobus

অউতোবুস

39)   Passport

Pasaporte

পাসাপোর্তে

40)   Airport

Aeropuerto

আয়েরোপুয়ের্তো

41)    Suitcase

Maleta

মালেতা

42)   Bag

Bolsa

বলসা

43)   With

Con

কন

44)    Without

Sin

সিন

45)   Or

O

46)   Good morning

Buenos dias

বুয়েনোস দিয়াস

47)   Good night

Buenas noches

বুয়েনাস নচেস

48)   Please

Por favor

পর ফাভোর

49)   Excuse me

Disculpe

দিস্কুল্পে

50)   Thank you

Gracias

গ্রাসিয়াস

51)    You’re welcome

De nada

দে নাডা

52)   Sorry

Lo siento

লো সিয়েন্তো

53)   Good bye

Adios

আদিওস

54)   Come on

Vamos

ভামোস

55)   Alright

Esta bien

এস্তা বিয়েন

56)  I have

Tengo

তেংগো

57)   With me

Conmigo

কনমিগো

58)  My

Mi

মি

59)   Your

Tu

তু

60)  Sad

Triste

ত্রিস্তে

61)   Well,

Bueno,

বুয়েনো

62)   Very

Estoy

এস্তয়

63)  Too

Tambien

তাম্বিয়েন

64)   (I) Run, (you) run, (he/she) runs

Corro, Corres, Corre

করো, করেস, করে

65)  Towards (in the direction of)

Direccion

দিরেকসিয়ন

66)  Vacation

Vacaciones

ভাকাসিওনেস

67)   Enjoy

Disfruten

দিসফ্রুতেন

68)  You two/three

Ustedes dos/tres

উস্তেদেস দোস/ত্রেস

69)   Pay

Pagar

পগার

70)   Bill/Account

Cuenta

কুয়েন্তা

71)    Sun

Sol

সোল

72)   Moon

Luna

লুনা

73)   City

Ciudad

সিউদাদ

74)   Pretty

Bonita

বোনিতা

75)   One cup of coffee, please.

Una taza de café, por favor.

উনা তাজ়া দে কাফে, পর ফাভোর।

76)   Nice to meet you.

Encantada (feminine)/ Encantado (masculine) de conocerte.

এনকান্তাদা/এনকান্তাদো দে কনোসার্তে।

77)   I love you.

Te amo/Te quiero

তে আমো/তে কিয়েরো

78)   I love you too.

Yo Tambien te amo.

জো তাম্বিয়েন তে আমো।

আপাতত এই দিয়েই মধুরেণ সমাপয়েৎ করে দেওয়া যাক, কী বলেন?

আবার আসিব ফিরে। তখন স্প্যানিশ নয়, অন্য কিছু নিয়ে লিখব। এই তো আজকেই যেমন “রে ডে” ছিল। ভেবেওছিলাম একবার, স্রেফ নিজের মতো করে সত্যজিৎ-স্মরণ করব। কিন্তু ফেবু-অঙ্গনে সেই কেত্তন শুনে থুড়ি দেখে আজ আপনাদের মাথা হেজে যাওয়ার হাই চান্স। তাই সে-সব প্রসঙ্গ পরে তোলা যাবে।

আজ আসি?