গত ১লা
বৈশাখ ১৪৩০ (১৫ই এপ্রিল ২০২৩) আমি নিজের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করেছি।
কথাটা লিখে কেমন একটা মনে হল, জানেন! যেন স্বহস্তে দেহের বা মস্তিষ্কের একটা অঙ্গ বাদ
দিয়ে ফেলেছি। আসলে কিন্তু বাদ দিয়েছি একটা বদভ্যাস— ঠিক যেভাবে ২০০৩ সালের ১৯শে
আগস্ট ধূমপান ছেড়ে দিয়েছিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হল, সেও
ছিল বারো বছরের অভ্যাস। ফেসবুক অবশ্য তার থেকেও দীর্ঘস্থায়ী ব্যাপার ছিল। তার
চেয়েও ইন্টারেস্টিং প্রশ্ন, বারো+ বছরের পর কি আমার মাথায়
একটা "পরিবর্তন চাই" আন্দোলন গড়ে ওঠে? সেই ধারায়
কি আমার আরও কিছু অভ্যাস ছাড়ার সম্ভাবনা আছে?
বিবাহিত জীবনকে অনেক বিদ্বজ্জন অভ্যাসের সঙ্গেই তুলনা করে থাকেন। তবে সেটাকে
তাঁরা কেউ বদভ্যাস বলেননি— সম্ভবত পেছনে স্ত্রী দাঁড়িয়ে ছিলেন বলেই। সে যাই হোক, আমার ক্ষেত্রে ওই
ফাঁড়াটা কেটে দু'দশক পূর্ণ হতে চলল। সঞ্জীব চট্টোপাধ্যায়
বলেছিলেন, স্ত্রী হলেন আক্কেল দাঁতের মতো; উপড়ে না ফেললে যাওয়ার সম্ভাবনা নেই। কাজেই ওটা নিয়ে আর ভাবছি না।
ফেবু ত্যাগের আগে ক'দিন
মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। নেটে সার্চ করে দেখলাম, বলা
হয়েছে, ফেসবুক ছেড়ে তার বদলে একটা ভালো অভ্যাস রপ্ত করা
উচিত। সাজেশন হিসেবে পেলাম,
রান্না শেখা;ব্যয়াম;বাগান করা;পোষ্য পালন;- ভাষা শিক্ষা।
আলস্যজনিত এবং
ব্যবহারিক অসুবিধের কারণে প্রথম চারটে সাজেশন বাতিল করতে হল। পড়ে রইল ভাষা শিক্ষা।
কী শেখা যায়?
অতঃপর বেছে নিলাম এমন একটা ভাষা, যার
হরফগুলো অ্যাক্সেন্ট-ট্যাক্সেন্ট বাদ দিলে আমার চেনাজানার মধ্যেই পড়ে। রোমান বাদে
অন্য বর্ণমালা বাতিল হয়ে গেল এর ফলে।
রোমান বর্ণমালায় লেখা ভাষাদের মধ্যে জার্মানের প্রতি আকৃষ্ট হয়েছিলাম স্বাভাবিকভাবেই। বাঙালি, বিশেষত বাঙালের মনে জার্মান ভাষা ও জাতির প্রতি একটা সশ্রদ্ধ ভালোবাসা আছে নানা কারণে। ফরাসি বা ইতালিয়ান তাদের অ্যাক্সেন্টের জন্য আমার কাছে দুরূহ ঠেকেছে।
এইসব 'গবেষণা' করার সময় ইউ টিউব চলছিল। তাতে গুগলের প্রায় স্কাইনেট-তুল্য বুদ্ধিমত্তা আপন খেয়ালে গান বাছে আর আমায় শোনায়। একমাত্র আমি হাঁ-হাঁ করে উঠে গানটাকে না বদলালে, আর প্লে-লিস্ট থেকে কোনোটাকে দূর না করলে ওভাবেই চলতে থাকে। তাতে সেদিন আপনা থেকেই তাতে
একটা মেগাহিট গান চলে এল। তার ফলেই আমার সিদ্ধান্ত নেওয়াটা একেবারে সহজ হয়ে গেল।
গানটা ছিল~
“জয় মা” বলে, ১লা বৈশাখের আগে থেকেই শুরু করে দিলাম, বুঝলেন। এখনও চালাচ্ছি। ইচ্ছে আছে চালিয়ে যাওয়ার।
আপাতত ডুওলিংগো জিন্দাবাদ। পরে আরও উঁচুদরের (এবং স্বাভাবিকভাবেই ব্যয়সাপেক্ষ) কোনো
অ্যাপ্লিকেশন নিয়ে এগোনো যাবে।
কী শিখলাম এই ক'দিনে?
আপনাদের দেখাই তাহলে। মাইন্ড ইট, ইংরেজি আর স্প্যানিশ উচ্চারণের মধ্যে কিন্তু বিস্তর প্রভেদ
আছে। তাই পড়ার সঙ্গে শোনাটা একান্তই প্রয়োজন; নইলে বার্নার্ড শ'র কায়দায় ফিশ-এর বানান ghoti লেখার মতো হয়ে যাবে।
উনি ইংরেজির উচ্চারণ নিয়ে খেপে গিয়ে laugh-এর 'ফ', women-এর 'ই',
nation-এর 'শ' মিশিয়ে ওই বানানটা
বানিয়েছিলেন। আচ্ছা, সুকুমার রায় কি বেড়ালের তালব্য শ ব্যাপারটা এই ভেবেই লিখেছিলেন? কী জানি!
যাইহোক, শব্দভাণ্ডার সাজানো যাক তাহলে। প্রথমে থাকছে ইংরেজি।
তারপর থাকছে স্প্যানিশ। পাশে থাকছে তার যথাসম্ভব কাছাকাছি উচ্চারণ।
1)
I am |
Yo soy |
জো সয় |
2)
You are |
Tu eres |
তু এরেস |
3)
He/She is |
El/Ella es |
এল/এইল্যা
এস |
4)
Is here |
Esta aqui |
এস্তা আকি |
5)
Where is |
Donde esta |
দন্দে
এস্তা |
6) (I) Speak,
(you) speak, (he/she) speaks |
Hablo,
hablas, habla |
হাবলো,
হাবলাস, হাবলা |
7)
(I) eat, (you) eat, (he/she) eats |
Como,
comes, come |
কোমো,
কোমেস, কোমে |
8) (I) drink, (you) drink, (he/she) drinks |
Bebo,
bebes, bebe |
বেবো,
বেবেস, বেবে |
9)
Tea |
Te |
তে |
10)
Coffee |
Café |
ক্যাফে |
11)
Milk |
Leche |
লেচে |
12)
Water |
Agua |
আগুয়া |
13)
Juice |
Jugo |
হুগো |
14)
Sugar |
Azucar |
আজ়ুকার |
15)
Honey |
Miel |
মিয়েল |
16)
Glass (of water) |
Vaso |
ভাসো |
17)
(made of) Glass |
Vidrio |
ভিদ্রিয়ো |
18)
Cup |
Taza |
তাজ়া |
19)
Fish |
Pescado |
পেস্কাদো |
20)
Egg |
Huevo |
হুয়েভো |
21)
Meat |
Carne |
কার্নে |
22)
Cheeze |
Queso |
কুয়েসো |
23)
Tomato |
Tomate |
তোমাতে |
24)
Salad |
Ensalada |
এনসালাদা |
25)
Orange |
Naranje |
নারানয়ে |
26)
Burger |
Hamburgosa |
হাম্বুর্গোসা |
27)
Salt |
Sal |
সল |
28)
A Ticket |
Un boleto |
উন বোলেতো |
29)
To |
A |
আ |
30)
For |
Para |
পারা |
31)
Need |
Necesito |
নেসেসিতো |
32)
Want |
Quiero |
কিয়েরো |
33)
The |
El (পুংলিঙ্গ
ও ক্লীবলিঙ্গের জন্য), La (আ-কারান্ত দিয়ে শেষ হওয়া সব শব্দ— অর্থাৎ স্ত্রীলিঙ্গের
জন্য) |
এল, লা |
34)
One |
Uno (পুংলিঙ্গ
ও ক্লীবলিঙ্গের জন্য), Una (আ-কারান্ত দিয়ে শেষ হওয়া সব শব্দ— অর্থাৎ স্ত্রীলিঙ্গের
জন্য) |
উনো, উনা |
35)
Two |
Dos |
দোস |
36) Three |
Tres |
ত্রেস |
37)
Train |
Tren |
ত্রেন |
38) Bus |
Autobus |
অউতোবুস |
39)
Passport |
Pasaporte |
পাসাপোর্তে |
40)
Airport |
Aeropuerto |
আয়েরোপুয়ের্তো |
41)
Suitcase |
Maleta |
মালেতা |
42)
Bag |
Bolsa |
বলসা |
43)
With |
Con |
কন |
44)
Without |
Sin |
সিন |
45)
Or |
O |
ও |
46)
Good morning |
Buenos dias |
বুয়েনোস
দিয়াস |
47)
Good night |
Buenas
noches |
বুয়েনাস
নচেস |
48)
Please |
Por favor |
পর ফাভোর |
49)
Excuse me |
Disculpe |
দিস্কুল্পে |
50)
Thank you |
Gracias |
গ্রাসিয়াস |
51)
You’re welcome |
De nada |
দে নাডা |
52)
Sorry |
Lo siento |
লো
সিয়েন্তো |
53)
Good bye |
Adios |
আদিওস |
54)
Come on |
Vamos |
ভামোস |
55)
Alright |
Esta bien |
এস্তা
বিয়েন |
56) I have |
Tengo |
তেংগো |
57)
With me |
Conmigo |
কনমিগো |
58) My |
Mi |
মি |
59)
Your |
Tu |
তু |
60) Sad |
Triste |
ত্রিস্তে |
61)
Well, |
Bueno, |
বুয়েনো |
62)
Very |
Estoy |
এস্তয় |
63) Too |
Tambien |
তাম্বিয়েন |
64)
(I) Run, (you) run, (he/she) runs |
Corro,
Corres, Corre |
করো, করেস,
করে |
65) Towards
(in the direction of) |
Direccion |
দিরেকসিয়ন |
66) Vacation |
Vacaciones |
ভাকাসিওনেস |
67)
Enjoy |
Disfruten |
দিসফ্রুতেন |
68) You
two/three |
Ustedes
dos/tres |
উস্তেদেস
দোস/ত্রেস |
69)
Pay |
Pagar |
পগার |
70)
Bill/Account |
Cuenta |
কুয়েন্তা |
71)
Sun |
Sol |
সোল |
72)
Moon |
Luna |
লুনা |
73)
City |
Ciudad |
সিউদাদ |
74)
Pretty |
Bonita |
বোনিতা |
75)
One cup of coffee, please. |
Una taza
de café, por favor. |
উনা তাজ়া
দে কাফে, পর ফাভোর। |
76)
Nice to meet you. |
Encantada
(feminine)/ Encantado (masculine) de conocerte. |
এনকান্তাদা/এনকান্তাদো
দে কনোসার্তে। |
77)
I love you. |
Te amo/Te
quiero |
তে আমো/তে
কিয়েরো |
78)
I love you too. |
Yo Tambien
te amo. |
জো তাম্বিয়েন
তে আমো। |
আপাতত এই দিয়েই মধুরেণ সমাপয়েৎ করে দেওয়া যাক, কী বলেন?
আবার আসিব ফিরে। তখন স্প্যানিশ নয়, অন্য
কিছু নিয়ে লিখব। এই তো আজকেই যেমন “রে ডে” ছিল। ভেবেওছিলাম একবার, স্রেফ নিজের মতো
করে সত্যজিৎ-স্মরণ করব। কিন্তু ফেবু-অঙ্গনে সেই কেত্তন শুনে থুড়ি দেখে আজ আপনাদের
মাথা হেজে যাওয়ার হাই চান্স। তাই সে-সব প্রসঙ্গ পরে তোলা যাবে।
আজ আসি?