Monday 30 September 2019

য়া দেবী!


মহালয়া এসে গেলেই সোশ্যাল মিডিয়ায় দুটো ঢেউ আছড়ে পড়ে
একটা ঢেউ তোলেন বামপন্থী ও নারীবাদীরাএঁরা দুর্গাকে নানাবিধ অপশব্দে ভূষিত করে মহিষাসুরকে পরাভূত নায়কের স্থান দিতে সচেষ্ট হনএই ধারাতেই পোস্টিত হয় ‘আমার দুর্গা, তোমার দুর্গা…’ ইত্যাদি নানা চিৎকৃত ভাষ্য
দ্বিতীয় ঢেউয়ের লক্ষ্য হয় দুর্গাপূজার উৎস, রূপ, রূপান্তর, ইতিহাস – এই বিষয়ে যথাসাধ্য জানাচায়ের পেয়ালায় তুফান ওঠেদুর্গা আদৌ শাস্ত্রীয় দেবী কি না, তাই নিয়ে প্রায় লাঠালাঠি হয়
আমার আজকের পোস্ট এই দ্বিতীয় ঢেউ নিয়েইনিজের সীমিত সাধ্যের মধ্যে খোঁজাখুঁজি করে আমি কয়েকটা বইয়ের সন্ধান পেয়েছি, যাদের অনুসরণ ও অনুধাবন করলে দুর্গাপূজার অতীত ও বর্তমান তথা তার শাস্ত্রীয় ও পৌরাণিক আখ্যান-ব্যাখ্যা অনেকটাই জানতে পারা যায়সেই বইগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই এই পোস্টের মাধ্যমে



(১) শ্রীশ্রীদুর্গা তত্ত্বে ও কাহিনিতে~

স্বামী অচ্যুতানন্দের লেখা এই বইটির প্রকাশক দেব সাহিত্য কুটীরদুর্গাপূজার ধর্মীয় দিকটি সম্বন্ধে জানতে চাইলে মাত্র ১২০ পৃষ্ঠার এই বইটিকেই সবচেয়ে ভালো প্রাইমার বলা যেতে পারেযে-সব অধ্যায়ে এটি বিন্যস্ত, তাদের পরিচয় নীচে দিলাম:
-      শ্রীভগবতীর লীলা স্মরণ
-      মধুকৈটভ বধলীলা
-      মধুকৈটভনাশিনী মহাকালী
-      মহিষাসুরমর্দিনী
-      নারায়ণী স্তুতির ভাবানুবাদ
-      দেবী দুর্গার বহু রূপ ও বহু নাম
-      জয়ন্ত্যাদি শক্তি
-      নবদুর্গা
-      অষ্টশক্তি-অষ্টমাতৃকা
-      শুম্ভ-নিশুম্ভ কাহিনি
-      দেবতাদের স্তব
-      নানা রূপ ধরা দেবী
-      দেবীমাহাত্ম্য
-      শ্রীশ্রীদশমহাবিদ্যা
-      কে জানে কালী কেমন
-      কালীর অঙ্গপ্রত্যঙ্গ

(২) দেবীমাহাত্ম্য ও শ্রীশ্রীদেবী দুর্গা~

নবকুমার ভট্টাচার্য লিখিত এই শীর্ণকায় (মাত্র ৬৫ পৃষ্ঠা!) বইটির পরিবেশক পুস্তক বিপণিযাঁরা চণ্ডীপাঠ তথা মহামায়া’র আখ্যান প্রসঙ্গে দেবী দুর্গা’র সঙ্গে এই শক্তির সম্পর্কটি বুঝতে চান, তাঁরাই এই বইটির অভীষ্ট পাঠকগৌরচন্দ্রিকার পর এতে যে অধ্যায়গুলো রয়েছে, তাদের সূচি দেখলেই ব্যাপারটা স্পষ্ট হবে:
·        দেবীমাহাত্ম্য ও শ্রীশ্রীদেবী দুর্গা
·        চণ্ডী কে?
·        দেবীমাহাত্ম্য শ্রীশ্রীচণ্ডীতে মাতৃকা
·        দেবী-মহিষাসুর যুদ্ধের গতি প্রকৃতি ও যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র
·        অসুর দমনে সুরের কুমারী
·        নাম মাহাত্ম্যে দেবী চণ্ডী
·        দেবী আরাধনায় চণ্ডীপাঠ কেন?
·        চণ্ডীপাঠের নিয়ম-কানুন
·        চণ্ডীমণ্ডপ

(৩) মহিষাসুরমর্দিনী-দুর্গা~

স্বামী প্রজ্ঞানানন্দ রচিত, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ থেকে প্রকাশিত Art & Culture Series-এর অন্তর্গত এই ৩৮২ পৃষ্ঠার বইটি দুর্গাপূজা নিয়ে ‘শাস্ত্রীয়, ঐতিহাসিক ও গবেষণামূলক আলোচনা’-র সংকলন২৬টি অধ্যায় ও পাঁচটি পরিশিষ্টতে বিন্যস্ত, প্রামাণ্য বিবলিওগ্রাফি-তে সমৃদ্ধ এই বইটিদেবী দুর্গার শাস্ত্রীয়, দার্শনিক, ঐতিহাসিক এবং পৌরাণিক ভিত্তি নিয়ে যদি জানতে চান, তাহলে এর চেয়ে ভালো রেফারেন্স বোধহয় পাওয়া যাবে নাএর গোটা সূচিপত্র তুলে দেওয়ার কথা ভেবেই হৃৎকম্প হচ্ছে, তবু লড়ে যাচ্ছিমা দুর্গার ব্যাপার বলে কথা!
প্রস্তাবনায় পাদপীঠরচনার সংক্ষিপ্ত-আলোচনা রয়েছে। তারপর শুরু হয়েছে দ্বিতীয় ভাগ, অর্থাৎ গবেষণার আলোকে বিস্তৃত ও পূর্ণাঙ্গ-আলোচনাতাতে একে-একে এসেছে:
1.      ঋগ্বেদে দেবতা
2.     বিশ্বমাতৃত্বের ধারণা
3.    বেদে সপ্তমাতৃকা-প্রসঙ্গ
4.     শ্রীশ্রী চণ্ডীতে মাতৃকা ও মাতৃকাতত্ত্ব
5.    বিশ্বমাতৃকা ও মহাশক্তি ননা
6.    মহিষমর্দিনী-দুর্গা’র মূর্তিকল্পনায় বৈশিষ্ট্য
7.     পরমাপ্রকৃতি-বিশ্বজননী দুর্গা
8.    ভারতেতর-দেশে বিশ্বমাতৃত্বের ধারণা
9.     ক্রমবিকাশের পথে দেবী-ধারণায় শ্রীদুর্গা
10.       দেবী দুর্গা ও সূর্য বা মিত্রদেবতা
11.         দেবী দুর্গা’র জন্ম ও বিকাশরহস্য
12.        শিব ও শিবঘরণী-দুর্গা’র বিচিত্র রূপকল্পনা
13.       বাগ্‌দেবী সরস্বতী’র নামভেদ বৈদিকসাহিত্যে
14.        শ্রীশ্রীকাত্যায়নী দুর্গা
15.       আমাদের (গৌড়-বঙ্গে) দুর্গোৎসব
16.       শারদীয়া-শ্রীশ্রীদুর্গা’র অকালবোধন
17.        বৈদিকযুগে শরৎকালে রুদ্রযজ্ঞের অনুষ্ঠান
18.       অকালবোধনের কারণ, রহস্য ও তথ্য
19.        কাত্যায়নীতন্ত্র ও দেবীমাহাত্ম্য
20.      কূলচূড়ামণিতন্ত্রে মহিষাসুরমর্দিনী-দুর্গা
21.        দুর্গাভক্তিতরঙ্গিনী ও দেবী দুর্গা
22.       দেবী দুর্গা’র মূর্তিরূপায়নের কথা
23.      মহিষরূপধারী মহিষাসুর ও দেবীকে অস্ত্র দান
24.       রূপে ও নাম-বৈচিত্র্যে দেবী দুর্গা
25.      দেবীর ধ্যান ও আরাধনা
26.      তন্ত্রে ও দর্শনে দেবী দুর্গা
পরিশিষ্টে স্থান পেয়েছে~ দেবী মহিষাসুরমর্দিনী-দুর্গা’র স্বজন-পরিজন, রাজা কংসনারায়ণ ও বঙ্গে প্রথম দুর্গোৎসব, শ্রীশ্রীদুর্গাপূজায় সঙ্গীত ও রাগ-রাগিণী এবং দেবী দুর্গা’র স্নানমন্ত্রের সুর ও স্বরলিপি
দুর্গাপূজার দিনগুলোয় দেবীকে নিয়ে জানতে চাইলে ৩৮২ পৃষ্ঠার এই মহাগ্রন্থটি লা-জবাব

(৪) দুর্গা: বাংলার ঐতিহ্যে~

দীপঙ্কর ঘোষের সংকলনে ও সম্পাদনায়, বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত এ এক আশ্চর্য সুন্দর বই! দেবী দুর্গার রূপকল্পনায় সর্বভারতীয় ঐতিহ্য অনুসরণের পাশাপাশি বাঙালি শিল্পীরা এক নিজস্ব ভুবনও নির্মাণ করেছেনঅজস্র রঙিন ছবি ও আনুষঙ্গিক সংক্ষিপ্ত বিবরণ তথা আলোচনা দিয়ে এই বই সেই ভুবনটিকে ধরে রাখতে চেয়েছেসেই ছবিগুলো তুলে দিতে গেলে এই পোস্ট আয়ত্তের বাইরে চলে যাবেতাই আপাতত সূচিপত্র তুলে ধরলাম শুধু
§  প্রস্তাবনা: দীপঙ্কর ঘোষ
§  বাঙালির দুর্গা: গৌতম সেনগুপ্ত
§  ভাস্কর্য ও কারুশিল্প
§  চিত্র
§  প্রতিমাশিল্প
আমার সীমিত অভিজ্ঞতায় দুর্গা’র রূপকল্পনা ফুটিয়ে তোলার ক্ষেত্রে ৭২ পৃষ্ঠার এই বইটির চেয়ে ভালো তথা দৃষ্টিনন্দন বই আর একটিও নেই

(৫) মহিষাসুরমর্দিনী দুর্গা~

সব পাঠকের জন্য, সবরকমের দৃষ্টিভঙ্গির ফসল হিসেবে জন্মানো অজস্র কৌতূহলের উত্তর দেওয়ার জন্য ‘ওয়ান স্টপ শপ’ হিসেবে যদি একটি বই চান, তাহলে ২৮৮ পৃষ্ঠার এই বইটির জবাব নেই‘নবকল্লোল’-এর বিভিন্ন শারদীয়া সংখ্যায় দুর্গা তথা শক্তির নানা রূপের উপাসনা নিয়ে যে-সব লেখা প্রকাশিত হয়েছিল, তারাই স্থান পেয়েছে দেব সাহিত্য কুটীর থেকে প্রকাশিত এই সংকলনেএর সূচিপত্র দিতে গিয়েও হিমসিম খেতে হবে, তবু ‘জয় মা!’ বলে চেষ্টা করছি
1)     শক্তিপূজার উৎস সন্ধানে ~ স্বামী পূর্ণাত্মানন্দ
2)    দুর্গা: রূপে রূপান্তরে ~ স্বামী অচ্যুতানন্দ
3)    সপরিবারে দুর্গা ~ স্বামী পূর্ণাত্মানন্দ
4)    মাতৃসকাশে মিনতি ~ স্বামী জ্ঞানলোকানন্দ
5)    শক্তিদায়িনী মা দুর্গা’র অমৃতকথা ~ স্বামী বেদানন্দ
6)    অপরাশক্তি মা-মহামায়া ~ স্বামী অতীশানন্দ
7)    জয়ন্তী মঙ্গলা কালী ~ স্বামী আত্মবোধানন্দ
8)    আদ্যাশক্তি দেবী মহামায়া ~ ব্রহ্মচারী নিত্যানন্দ
9)    দেবী হলেন দুর্গা ~ নন্দলাল ভট্টাচার্য
10)            বঙ্গে দুর্গোৎসব ~ রাধারমণ রায়
11)             দুর্গা-বিচিত্রা: বাংলার চালারীতির মন্দির-ভাস্কর্যে দুর্গা ~ মোহিত রায়
12)            দেবী’র আসা-যাওয়ার নেপথ্যে বনেদি বাড়ির দুর্গাপুজো ~ বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়
13)            ভারতীয় দৃষ্টিতে মাতৃবন্দনা ~ পূর্বা সেনগুপ্ত
14)            দুর্গা: উৎস, বিস্তৃতি ও বৈচিত্র্য ~ মানস ভাণ্ডারী
15)            ঠাকুরবাড়ির দুর্গোৎসব ~ পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
16)            দুটি প্রাচীন দুর্গাপূজা ~ দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়
17)            সেকালের দুর্গোৎসবে একালের ঘটনা: সাহেব কলকাতার দুর্গোৎসব ~ বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়
18)            বর্গী বিতাড়ন ও সামন্তভূমের দুর্গাপূজা ~ শৈলেন চক্রবর্তী
19)            চিন্ময়ী থেকে মৃণ্ময়ী ~ অর্ক চৌধুরী
20)           ভিন্নরূপে দেবী দুর্গা ~ দেবযানী বসু
21)            দেবী দুর্গা’র রূপবৈচিত্র্য: একালের প্রেক্ষাপটে ~ প্রশান্ত দাঁ

মা দুর্গাকে নিয়ে আরও ভালোভাবে জানার জন্য এদের চেয়েও বেশি তথ্যনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক বই থাকতেই পারেতবে এই পথে হাঁটা শুরু করে অনেকদূর এগোনোর মতো পাথেয় এদের মধ্যে আপনি পেয়ে যাবেন – এ-ব্যাপারে আমি নিশ্চিত
পুজো খুব-খুব ভালো কাটুক