প্রত্যেক বছর বইমেলা থেকে ফিরে
আসার পর আমার একটা প্রগাঢ় ঝিমিয়ে পড়া দশা শুরু হয়, যার কারণ দ্বিবিধ: (১) অফিসের
(বিশেষত যে মার্কামারা পিস্-টির অধীনে চাকরি করি) দশচক্র আমায় গিলে খাওয়ার জন্যে
এই সময় ওত পেতে থাকে, (২) শুধু এই একটা সময়েই কলকাতায় থাকতে না পারা, ফলে আরও ক’দিন
জমিয়ে আড্ডা না মারতে পারা নিয়ে আপশোস হয়| কাল ছিল মেলার দশমী, কিন্তু আমি সকালে
যখন ট্যাক্সি চেপে পাতলা কুয়াশামাখা বাইপাস ধরে এয়ারপোর্ট যাচ্ছিলাম তখন মিলনমেলা
প্রাঙ্গন স্বাভাবিক ভাবেই শুনশান| তারপর প্লেন লেট করে গুয়াহাটি পৌঁছনো, অফিসে
যাওয়া (গত সপ্তাহে দু’দিন অফিস করতে পারিনি, ফলে টেবিল উপচে ফাইল মাটিতে পড়ার
অবস্থা হয়েছিল), ফাইলপত্তর সামলে কোয়ার্টারে ফেরা, এবং প্রিয় কাজটি করা, অর্থাৎ
বুকশেলফে নতুন কেনা বইগুলো ভরা| পড়া শুরু করে দিয়েছি কাল রাত থেকেই, এবং নতুন কেনা
একটা বই পড়ে নিজেকে প্রকৃষ্ট লম্বকর্ণ মনে হওয়ার অনুভূতি-লাভ হয়েও গেছে (“আগুন
জ্বালো” টাইপের রিভিউ আসিতেছে অবিলম্বে)| কিন্তু তার আগে এটা বরং জানানো যাক যে
আমি কী কী বই কিনলাম:
প্রকাশক
|
ক্রমাংক
|
বইয়ের নাম
|
লেখক/সম্পাদক
|
সৃষ্টিসুখ
|
১
|
নিভৃতে
যতনে
|
রূপঙ্কর
সরকার
|
২
|
নামান্তর
|
||
৩
|
ষ্টারডাস্ট
|
সরিৎ চ্যাটার্জি
|
|
৪
|
গল্পের
খোঁজে
|
অদিতি
ভট্টাচার্য
|
|
৫
|
কৃতি
বাঙালি বিস্মৃত বাঙালি
|
সব্যসাচী
সান্যাল
|
|
৬
|
পাঁচ
কথা
|
জয়ঢাক
সংকলন
|
|
বিভা
|
৭
|
রুদ্ধশ্বাস
সপ্তক
|
প্রসেনজিৎ
বন্দোপাধ্যায়
|
সহজ
পাঠ
|
৮
|
দাম
সিং
|
তাপস
মৌলিক
|
কবিতা
পাক্ষিক
|
৯
|
দশ
এক্কে দশ
|
জয়দীপ
চক্রবর্তী
|
১০
|
ভূতভূতুনির
গল্প
|
(স) –ঐ-
|
|
সী
|
১১
|
অদৃশ্য
লিপির ফাঁদে
|
অনন্যা
দাশ
|
কথাসত্য
|
১২
|
রক্তকস্তুরি
|
সৈকত
মুখোপাধ্যায়
|
উদয়ারুণ
|
১৩
|
তিনু
তান্ত্রিকের পুঁথি
|
|
১৪
|
সাধুডাকাত
|
জয়ন্ত
দে
|
|
১৫
|
দেবদেউলের
প্রহরী
|
বাসুদেব
মালাকার
|
|
১৬
|
গণপতি
হাজরার সোনার মেডেল
|
হিমাদ্রিকিশোর
দাশগুপ্ত
|
|
নিউ স্ক্রিপ্ট
|
১৭
|
নারায়ণকোটের
জহরত
|
অমিতানন্দ
দাশ
|
১৮
|
মেয়েরা
যখন গোয়েন্দা
|
(স)
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
|
|
সংসদ
|
১৯
|
পাথরের
চোখ
|
শিশির
বিশ্বাস
|
|
২০
|
সন্দেশ
১০০ গল্প একশো
|
(স)
প্রসাদরঞ্জন রায়
|
মেইনস্ট্রিম
|
২১
|
চতুষ্পাঠী
|
অরুণিমা
রায়চৌধুরী
|
২২
|
গোয়েন্দা
গনেশ হালদার: ১
|
রাধারমণ
রায়
|
|
২৩
|
-ঐ: ২
|
||
২৪
|
-ঐ-: ৩
|
||
২৫
|
-ঐ-: ৪
|
||
২৬
|
-ঐ-: ৫
|
||
পত্র
ভারতী
|
২৭
|
মরণবিভা
|
সৈকত
মুখোপাধ্যায়
|
২৮
|
কবিতা
গল্প অল্প অল্প
|
(স)
সুরজিৎ ও বন্ধুরা
|
|
২৯
|
হ্যাঁচ-চ্ছো
|
উল্লাস
মল্লিক
|
|
৩০
|
চন্দ্রভাগার
চাঁদ
|
হিমাদ্রিকিশোর
দাশগুপ্ত
|
|
৩১
|
মৃত,
না জীবিত
|
জয়ন্ত
দে
|
|
৩২
|
একটা
খুনি চাই
|
||
৩৩
|
সাবধান!
সাসপেন্স!
|
ত্রিদিবকুমার
চট্টোপাধ্যায়
|
|
৩৪
|
শ্রীমান
বিচ্ছু
|
||
৩৫
|
ক
রহস্য
|
অভিজ্ঞান
রায়চৌধুরী
|
|
৩৬
|
গোপন
বাক্স খুলতে নেই
|
প্রচেত
গুপ্ত
|
|
৩৭
|
সেরা
গোয়েন্দা উপন্যাস
|
অদ্রীশ
বর্ধন
|
|
৩৮
|
জলের
তলায় আতঙ্ক
|
দীপান্বিতা
রায়
|
|
৩৯
|
ছায়ামারীচের
প্রেম
|
নীলাঞ্জন
চট্টোপাধ্যায়
|
|
৪০
|
শতবর্ষের
সেরা রহস্য উপন্যাস: ৩
|
(স)
অনীশ দেব
|
|
৪১
|
কিছু
মেঘ কিছু কুয়াশা
|
(প)
অনীশ দেব
|
|
৪২
|
তুষারচিতার
সন্ধানে
|
কৃষ্ণেন্দু
মুখোপাধ্যায়
|
|
সুচেতনা
|
৪৩
|
পংখিলালের
গুহা
|
দেবজ্যোতি
ভট্টাচার্য
|
আনন্দ
|
৪৪
|
ইচ্ছেপলাশ
|
|
৪৫
|
জীবন
অথবা
|
সৌরভ মুখোপাধ্যায়
|
|
৪৬
|
তবু
অনন্ত জাগে
|
ইন্দ্রনীল
সান্যাল
|
|
৪৭
|
পঞ্চাশটি
গল্প
|
কৃষ্ণেন্দু
মুখোপাধ্যায়
|
|
৪৮
|
পঞ্চাশটি
গল্প
|
ঋতা
বসু
|
|
৪৯
|
প্রবন্ধ
সংকলন: ২
|
সুকুমার
সেন
|
|
৫০
|
এপিঠে
মজা ওপিঠে ভয়
|
দীপান্বিতা
রায়
|
|
৫১
|
এক
কুড়ি এক হাসির গল্প
|
দীপংকর
বিশ্বাস
|
|
শিশুকিশোর
|
৫২
|
এক
বাক্স উপন্যাস-২
|
তিনটি
উপন্যাসের সংগ্রহ
|
সি.ই.এস.সি থেকে প্রিভিলেজ কার্ড
আদায় করা সত্ত্বেও মানিব্যাগ যা চোট খেয়েছে, তা সামলাতে বহুদিন লাগবে| তার মধ্যেও
এটা মাথায় রয়েছে যে পায়ের ছাল উঠে যাওয়ার অবস্থা হওয়ায়, কোন-কোন স্টলে সেলিব্রিটির
ভিড় থাকায়, এবং পাতি ক্লান্তির বশে বেশ কয়েকটা স্টলে যেতে পারিনি| অর্থাৎ, সেই
স্টল থেকে যে বইগুলো কেনার কথা ছিল, সেগুলো পরের কলকাতা সফরে কলেজ স্ট্রিটে গিয়ে
কিনতে হবে| এতটাই যখন লিখলাম তখন কী বাকি রয়ে গেল সেটার ফিরিস্তিও দিই:
প্রকাশক
|
ক্রমাংক
|
বইয়ের নাম
|
লেখক/সম্পাদক
|
দে’জ
|
১
|
অ্যাডভেঞ্চার
উপন্যাস সমগ্র: ১
|
হিমাদ্রিকিশোর
দাশগুপ্ত
|
২
|
পাঁচ
মিতিন
|
সুচিত্রা
ভট্টাচার্য
|
|
৩
|
খুনিরা
পাঁচজন
|
গৌতম
রায়
|
|
৪
|
ছায়াপুতুলের
খেলা
|
রবিশংকর
বল
|
|
৫
|
কুসুমে
রক্তের দাগ
|
পার্থ
বন্দোপাধ্যায়
|
|
৬
|
সোনার
পশুপতি
|
||
৭
|
রহস্যের
পাঁচ কাহন
|
চিন্ময়
চৌধুরী
|
|
৮
|
পাঁচটি
উপন্যাস
|
স্বপ্নময়
চক্রবর্তী
|
|
উজ্জ্বল
|
৯
|
স্যার
সত্যপ্রকাশ অ্যাডভেঞ্চার সমগ্র: ১
|
স্বপন
বন্দোপাধ্যায়
|
প্রতিভাস
|
১০
|
রহস্যের
রানি আগাথা কৃষ্টি
|
প্রসেনজিৎ
দাশগুপ্ত
|
দেব
সাহিত্য কুটির
|
১১
|
শুকতারার
১০১ ভূতের গল্প: ৩য় খণ্ড
|
(সংকলন)
|
সপ্তর্ষি
|
১২
|
আয়না
মানুষ
|
বিশ্বদীপ
দে
|
তালপাতা
|
১৩
|
কল্কেকাশির
গল্প-সংকলন
|
শিবরাম
চক্রবর্তী
|
সাহিত্যম
|
১৪
|
খুনির
রং
|
(স)
অনীশ দেব
|
১৫
|
বেলা
শেষের আলো
|
হিমাদ্রিকিশোর
দাশগুপ্ত
|
|
১৬
|
গা
ছমছমে ভৌতিক-অলৌকিক গল্প
|
||
মিত্র
ঘোষ
|
১৭
|
একডজন
চার কিশোর
|
কৃষ্ণেন্দু
মুখোপাধ্যায়
|
১৮
|
ক্যালাইডোস্কোপ
|
ইন্দ্রনীল
সান্যাল
|
|
১৯
|
আজব
কারখানা
|
নবনীতা
দেবসেন
|
|
দীপ
|
২০
|
ছ’টি
গ্রাফিক নভেল
|
নারায়ণ
দেবনাথ
|
বিশ্বভারতী
|
২১
|
ভারত-সংস্কৃতি
|
বিশ্ববিদ্যাসংগ্রহ
|
২২
|
জ্যোতির্বিজ্ঞান
|
||
২৩
|
গণিতবিদ্যা
|
এ মাসে যেহেতু ট্যাক্স কাটার
ব্যাপার আছে, তাই মাসান্তে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই
যাচ্ছে| তবু, যদি আগামী মাসে একবার কলকাতা যেতে পারি, তাহলে “মা কসম”, উপরোক্ত
বইগুলো কিনবই! ব্লগ-পাঠকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার|
পরের বছরের বই-বাজেটে অন্তত ৫০০০০/-এর প্রাব্ধান রাখবেন।
ReplyDeleteলেখা, পড়া সবেতেই আপনার বড়ই যত্নের ছোঁয়া। মুগ্ধ, বিস্মিত করে।
ReplyDeleteচতুষ্পাঠী নামে স্বপ্নময় চক্রবর্তীর উপন্যাস পড়েছি। একই নামের অরুণিমা রায়চৌধুরীর বইটিও কি উপন্যাস?
ReplyDeleteলেখাটা খুব উপভোগ করলাম।
না। এটা গল্প-সংকলন। তাপস মৌলিক এটির ভূয়সী প্রশংসা করেছিলেন তাঁর রিভিউ-এ।
Deleteপাঁচ মিতিন e ki ki uponyas ache bolte parben?
ReplyDelete